ডিজিটাল সেবাসমূহ

সহকারী কমিশনার (ভূমি) অফিস, মতিঝিল সার্কেল, ঢাকা যে সকল সেবাপদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে জনসেবা নিশ্চিতকরণে উদ্যোগী হয়েছে তা নিম্নরূপ:

১. SMS এর মাধ্যমে প্রদত্ত সেবা:

AC Land MJ এই ব্র্যান্ড নামে নামজারির আবেদনকারীর নিজ মোবাইল নম্বরে নামজারির দুইটি প্রধান ধাপে (শুনানি ও চূড়ান্ত অনুমোদন) এসএমএস-এর মাধ্যমে নোটিফিকেশন মেসেজ চলে যাবে। নামজারির প্রতিটি ধাপ সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। সর্বোচ্চ ৪৫ কার্যদিবসের মধ্যে নামজারির কার্যক্রম শেষ হবে।

২. ওয়েবসাইটে  তথ্য  জানা যাবে:

সহকারী কমিশনার (ভূমি) অফিস, মতিঝিল সার্কেল একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। www.aclandmotijheelcircle.gov.bd এই ওয়েবসাইটের 'নামজারি মামলার সর্বশেষ অবস্থা জানতে এখানে ক্লিক করুন' অংশে গিয়ে মামলা নম্বর ও আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর দিলে আপনার নামজারির নথিটি কোন পর্যায়ে রয়েছে তা দেখা যাবে।

৩. হটলাইন সেবা (Hotline Service):

সহকারী কমিশনার (ভূমি) অফিস, মতিঝিল সার্কেল হতে পরামর্শ, মামলার তথ্য ও সেবাপদ্ধতি সম্পর্কে জানার জন্য সেবাপ্রত্যাশী জনগণকে যাতে সময়, অর্থ ও শ্রমব্যয় করে না আসতে হয়, ঘরে বসেই যাতে ছোটখাট সমস্যার সমাধান, তথ্য জানা যায় সেজন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল: -----------। আপনার কলটি ফ্রন্টডেস্কে কর্মরত কর্মচারীবৃন্দ রিসিভ করবেন এবং প্রত্যাশিত সেবা দিতে সম্পূর্ণ সহযোগিতা করবেন। কোন কারণে ব্যর্থ হলে সহকারী কমিশনার (ভূমি)'র সাথে সরাসরি ----------- এই নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।

নোটিশ বোর্ড






    google+     skype    rss