গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়

ডেমরা রাজস্ব সার্কেল, ঢাকা।

www.aclanddemracircle.gov.bd

 

এক নজরে ডেমরা রাজস্ব সার্কেল, ঢাকা।

 

অবস্থানঃ  কোতয়ালী থানার ৪৭, টয়েনবী সার্কুলার রোডস্থ (জয়কালি মন্দির) ওয়ারী মৌজার সি.এস ২৬০ নং এস.এ ১৮৫৪, ১৮৫৫ নং আর.এস ২৩০৪, ২৩০৫ এবং সিটি ৭২৫ নং দাগের ০.১৬৫০ একর অর্পিত সম্পত্তির উপর নির্মিত ভবনের দ্বিতীয় তলায় সহকারী কমিশনার (ভূমি), ডেমরা রাজস্ব সার্কেল, ঢাকা কার্যালয় অবস্থিত।

 

১.    সার্কেলের মোট আয়তন                          :     ৩১ বর্গ কিলোমিটার।

২.    ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা               :    ২ টি।

৩.    ইউনিয়ন ভূমি অফিস সমূহের নাম      :    (ক) ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিস।

(খ) নন্দীপাড়া ভূমি অফিস।

৪.    সার্কেলাধীন মোট মৌজার সংখ্যা        :    ২৭ টি।

৫.    ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিস        :    ১২ টি।

৬.    নন্দীপাড়া ভূমি অফিস            :    ১৫ টি।

৭.    ০১ নং রেজিষ্টারের সংখ্যা (সিটি)    :    ২৮৬ টি।

৮.    সার্কেলাধীন মোট দাগ সংখ্যা        :    ১,৬৬,৫৬১ টি

৯.    মোট খতিয়ান সংখ্যা (সিটি মূল খতিয়ান):    ৫৩,২৬৫ টি।

১০.    মোট জমির পরিমাণ            :    ১১২৯১.৫৬০৯ একর।

১১.    মোট কৃষি জমির পরিমাণ        :    ৯২৩৭.৫৭৮২ একর।

১৩.    মোট অকৃষি জমির পরিমাণ        :    ১৪৫৮.৮৯১৯ একর।

১৪.    মোট খাস জমির পরিমাণ        :    ৫৬৫.১৪৪৩ একর।

১৫.    বন্দোবস্তযোগ্য জমির পরিমাণ        :    ৭৬.৯৯৬১ একর।

১৬.    মোট অর্পিত সম্পত্তি পরিমাণ        :    ৫৭৭.৩৩৪৭ একর।

১৭.    মোট মেট্রোপলিটন থানার সংখ্যা        :    ০৪ টি- ১। ডেমরা, 

২। যাত্রাবাড়ী, 

৩। সবুজবাগ,

৪। খিলগাও।

 

১৮.    সর্বশেষ হালনাগাদকৃত হোল্ডিং এর তথ্য    :    ১,৪১,১১৩ টি (এপ্রিল/২০২৩ পর্যন্ত)।

 

নোটিশ বোর্ড






    google+     skype    rss