অর্পিত সম্পত্তির লীজ নবায়ন

ভূমি মন্ত্রণালয়ের শাখা-৫-এর ৩১/৩/৯০ তারিখের নং- ভূঃমঃ/শা-৫ অর্পিত (ক্ষমতা)/৬১/৯০(অংশ)/২৫৮- এর বর্ণনানুযায়ী ঢাকা মহানগরী ব্যতীত বর্তমান ব্যবস্থা মোতাবেক ঢাকাসহ সকল জেলার জেলা প্রশাসকগণ অর্পিত সম্পত্তির একসনা লীজ প্রদান বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করিবেন এবং এতদ্বিষয়ে বাৎসরিক প্রতিবেদন মন্ত্রণালয়ে পেশ করিবেন। ঢাকা মহানগরীর ক্ষেত্রে ঢাকা জেলা প্রশাসকের নিকট হইতে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে অর্পিত সম্পত্তির লীজ ভূমি মন্ত্রণালয় হইতে প্রদান করা হইবে। বর্তমানে ২০০১ সালে আইনটি প্রণীত ইহবার পর এ ক্ষমতা জেলা প্রশাসকদের উপর অর্পিত হইয়াছে।

নোটিশ বোর্ড






    google+     skype    rss