তথ্য ও সেবা কেন্দ্র


ভূমি অফিসের সেবা সংক্রান্ত স্বার্থান্বেষী চক্রের কাছে সাধারণ সেবাপ্রত্যাশী জনগণ যে কারণে ভুক্তভোগী হন তার প্রথম ও অন্যতম কারণ হচ্ছে দালাল। না বুঝে কিংবা অনন্যোপায় হয়ে মানুষ দালাল শ্রেণীর মানুষদের শরণাপন্ন হয়। এতে আপাতভাবে সময় কিংবা অর্থের সাশ্রয় ঘটে মনে করলেও তা ঠিক নয়। দালালদের কারণে শুধুমাত্র অর্থ নয়, তাদের ইচ্ছাকৃত দীর্ঘসূত্রিতার কারণে সাধারণ মানুষ যেমন হয়রানির শিকার হন তেমনি প্রত্যাশিত সেবার পরিবর্তে দায়সারাভাবে কাজ সম্পন্ন করার কারণে ভূমির মালিকগণ আরো বিপদের আবর্তে পতিত হন।

সাধারণ মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে সহকারী কমিশনার (ভূমি) অফিস, মতিঝিল সার্কেল একটি তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্র থেকে যে কোন জমির মালিক ভূমি অফিসের সেবাগুলি সুলভমূল্যে, নির্ধারিত সময়ে এবং জটিলতামুক্তভাবে পেতে পারবেন।

তথ্য ও সেবা কেন্দ্র থেকে যেসব সেবা দেয়া হয়:

১. নামজারির আবেদন ফরম্, কোর্ট ফি সহ সকল ফরমের সেট মাত্র ৫০/- টাকায় সরবরাহ করা হয়।

২. নামজারি কীভাবে করতে হয় সে ব্যাপারে নির্দেশনা ও যে কোন সহযোগিতা প্রদান করা হয়;

৩. নামজারি নথির বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হয়;

৪. জমি-জমা সংক্রান্ত যে কোন বিষয়ে পরামর্শ প্রদান ইত্যাদি।

 

নোটিশ বোর্ড






    google+     skype    rss