দেবোত্তর সম্পত্তির আইন:
দেবোত্তর সম্পত্তি হিন্দু ধর্মীয় আইন এবং ট্রাস্ট আইনের বিধান দ্বারা পরিচালিত হয়। হিন্দু ধর্মীয় আইনের (Mulla- principles of Hindu Law) ৪১৩ ধারায় দেবোত্তর সম্পত্তির নি¤œরূপ সংজ্ঞা দেওয়া হয়েছে। ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গীকৃত সম্পত্তিকে দেবোত্তর সম্পত্তি বলা হয়। শব্দগতভাবে দেবোত্তর অর্থ দেবতার স্বত্বাধীন।
দেবোত্তর একটি অর্পণ বা চিরস্থায়ী দান। ট্রাস্টের মাধ্যমেও এই দান সৃষ্টি করা যায়। তবে সেই ক্ষেত্রে সম্পত্তির মালিকানা ট্রাস্টের উপর বর্তায় এবং দেবতা হয় সুবিধাভোগী। দেবতা অদৃশ্য শক্তি হলেও বৈধ সত্তা হিসেবে সম্পত্তি ধারণ করতে সক্ষম।

দেবোত্তর সম্পত্তির তালিকা:

শ্যামপুর

(দেব্যত্য সম্পত্তি): সি,এস/এস,এ- ২৯,৩৩,৩৪,৩৫,৩৬,১৭৭,২০৪,২৪১,২৫৫,২৬৯

কদমতলী

(দেব্যত্য সম্পত্তি): সি,এস/এস,এ- ৯৪২

নোটিশ বোর্ড






    google+     skype    rss